থাইল্যান্ড ও কম্বোডিয়া কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দু’দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়।
কয়েক বছর ধরে চলা এ সংঘর্ষ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। এ সময় যুদ্ধবিমান ব্যবহার, রকেট হামলা ও ভারী গোলাবর্ষণের ঘটনাও ঘটে।
যুদ্ধবিরতি নিয়ে যৌথ বিবৃতিতে দু’দেশের প্রতিরক্ষামন্ত্রীরা বলেন, ‘উভয় পক্ষ বর্তমান সেনা মোতায়েন অবস্থান বজায় রাখতে সম্মত হয়েছে এবং সতুন করে আর কোনো ধরনের সেনা মোতায়েন হবে না।’
এই যুদ্ধবিরতি স্থানীয় সময় দুপুর ১২টা (গ্রিনিচ মান সময় সকাল ৫টা) থেকে কার্যকর হবে।
সূত্র: রয়টার্স

