spot_img

ডোগুর গোলে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোগুর গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

শুক্রবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বক্সিং ডেতে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের ২৬ মিনিটে জয়সূচক গোল পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে দুর্দান্ত ভলি গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানইউর জার্সিতে এটি এই ফুটবলারের প্রথম গোল। ম্যাচের বাকি সময় বল পজেশন ও আক্রমণের সংখ্যাসহ সবকিছুর বিচারে এগিয়ে ছিল নিউক্যাসল।

৬৬ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি রেড ডেভিলের ডেরায় ১৩টি শট নিয়েও গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় নিউক্যাসলকে। তবে বল পজেশনে পিছিয়ে থাকলেও ১০ বার নিউক্যাসলের পোস্টে আক্রমণ করে ম্যানইউ। টানা দুই হারের পর পাওয়া জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আমোরিমের দল।

সর্বশেষ সংবাদ

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। বুধবার (২১...

এই বিভাগের অন্যান্য সংবাদ