spot_img

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

অবশ্যই পরুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পৌঁছানো সম্ভব না হওয়ায় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ৬ মিনিটে এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন- ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান এবং মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

এ সময় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

1

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ