উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী বছর ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো ও তা আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের বাড়তে থাকা চাহিদা পূরণে নতুন কারখানা নির্মাণের আদেশও দিয়েছেন তিনি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম জং উন একটি গোলাবারুদ কারখানা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীর প্রয়োজনীয় চাহিদা পূরণে সংশ্লিষ্ট কারখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পিয়ংইয়ংয়ের সামগ্রিক উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো জরুরি বলে মনে করেন কিম। সে লক্ষ্যেই নতুন গোলাবারুদ কারখানা স্থাপনের নির্দেশ দেন তিনি।
কিম জং উন বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া উল্লেখযোগ্য হারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এসব পরীক্ষার উদ্দেশ্য হলো নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি চ্যালেঞ্জ ছোড়া এবং ভবিষ্যতে রাশিয়ায় রপ্তানির সম্ভাবনা বিবেচনায় রেখে অস্ত্রগুলোর কার্যকারিতা যাচাই করা।
এর আগের দিন রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং–উনের পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শনের খবর প্রকাশিত হয়। সে সময় তিনি দক্ষিণ কোরিয়ার সাবমেরিন নির্মাণসংক্রান্ত ‘হুমকি’ মোকাবিলার অঙ্গীকার করেন। একই সঙ্গে ‘পানির তলদেশে চলাচল উপযোগী নতুন গোপন অস্ত্র’–সম্পর্কিত গবেষণার অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন কিম।
সূত্র: রয়টার্স

