যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ একাধিক দেশ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ১৯টি নতুন বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানিয়েছে। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অস্থিরতা উসকে দিতে পারে বলে তারা সতর্ক করেছে।
বুধবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা ১৯টি নতুন বসতি স্থাপন অনুমোদনের পর দেশগুলোর পক্ষ থেকে এ নিন্দা জ্ঞাপন করা হয়।
যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে এবং বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘পশ্চিম তীরে বসতি নীতির বিস্তৃত জোরদারকরণের অংশ হিসেবে এমন একতরফা পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই করে না, বরং অস্থিরতার ঝুঁকিও বাড়বে।’
এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ দেওয়া এক পোস্টে দেশগুলোর এই বিবৃতি প্রত্যাখ্যান করেন। তার মতে ইসরায়েলের সিদ্ধান্ত সামনে নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়ক হবে।
তিনি আরও বলেন, ‘সরকারগুলো ইহুদিদের বসবাসের অধিকার সীমিত করতে পারবে না এবং এমন আহ্বান নৈতিকভাবে ভুল ও ইহুদিবিদ্বেষমূলক।’
সূত্র: রয়টার্স

