spot_img

৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

অবশ্যই পরুন

দীর্ঘ প্রায় ১৭ বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা)।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই ৩০০ ফিট এলাকা সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০০ ফিট এলাকার আশপাশের বিভিন্ন সড়কে নেতাকর্মীদের নিয়ে আসা যানবাহনের দীর্ঘ সারি। বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন ৩০০ ফিট এলাকার সড়কে।

এদিকে, আজ সকাল ১০টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

পূর্বের সংবাদ
পরবর্তী সংবাদ

সর্বশেষ সংবাদ

অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনার রাফিনিয়া আলকান্তারা

দীর্ঘদিনের চোট–সংঘাতের কাছে শেষ পর্যন্ত হার মানলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা। ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ