শরীর থেকে অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলতে এই শারীরিক কসরত করছেন তারা। তবে, যারা এতোটা পরিশ্রম না করেই ওজন কমাতে চান, তাদের জন্য নতুন এক ওষুধ বাজারজাতের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
‘ওয়েগোভি’ নামের ওষুধটি বাজারে আনবে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক। আগে ওজন কমাতে ইনজেকশনের প্রচলন থাকলেও, প্রথমবারের মতো ২৫ মিলিগ্রামের ট্যাবলেট প্রস্তুত করলো কোম্পানিটি। আর একারণেই অনুমোদনের পর নরডিস্কের শেয়ার মূল্য প্রায় ৮ শতাংশ বেড়েছে। অপরদিকে, প্রতিদ্বন্দ্বী এলি লিলির শেয়ার কমেছে।
প্রস্তুতকারকদের দাবি, সকালের নাস্তা করার আধঘণ্টা আগে এই ওষুধ খেলে বেশ উপকার পাবেন রোগীরা। এ দাবির পেছনে যুক্তিও রয়েছে তাদের। প্রায় ৬৪ সপ্তাহের একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একবার এই ট্যাবলেট গ্রহণকারী রোগীদের গড়ে অন্তত ১৬ দশমিক ৬ শতাংশ ওজন কমেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ওষুধটির মূল উপাদান সেমাগ্লুটাইড; যা মূলত একটি জিএলপি-ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট। সহজ কথায়, এটি শরীরের একটি স্বাভাবিক হরমোনের মতো কাজ করে। মস্তিষ্কে ক্ষুধা কমানোর সংকেত পাঠায়। পাশাপাশি ধীরে ধীরে খাবার হজমে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে, ডায়াবেটিস ও স্থূলতাজনিত রোগে ভোগা ব্যক্তিরা উপকার পান।
মার্কিন সরকারি তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক স্থূলকায়। তাদের মধ্যে প্রায় ১২ শতাংশ মানুষ জিএলপি–ওয়ান শ্রেণিভুক্ত ওষুধ ব্যবহারে অভ্যস্ত।

