spot_img

২০২৫ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে অভিনয়শিল্পীকে

অবশ্যই পরুন

বছর দেড়েক আগেও তাকে প্রায় কেউই চিনতেন না। গত বছর কান চলচ্চিত্র উৎসব দিয়ে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত সিনেমা ‘আনরো’ জিতে নেয় উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। পরে আরও অনেক পুরস্কার জেতার পর চলতি বছর অস্কারেও হন সেরা অভিনেত্রী। সবচেয়ে কম বয়সে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতার পর রাতারাতি হয়ে ওঠেন বিশ্বতারকা। তিনি আর কেউ নন, মাইকি ম্যাডিসন। সেই অভিনেত্রীকে নিয়ে বছরজুড়েই ভক্তদের কৌতূহল ছিল। তাই তো গুগল চলতি বছরের ‘মোস্ট সার্চড’ তারকাদের যে তালিকা প্রকাশ করেছে; মাইকি সেই তালিকার শীর্ষ রয়েছেন।

মাইকি ছাড়া আর কারা আছেন তালিকায়
গুগল ‘মোস্ট সার্চড’ তারকাদের এই তালিকায় জায়গা পেয়েছেন প্রথমবার অস্কারজয়ী অভিনেত্রী মাইকি ম্যাডিসন, অভিনেতা জাস্টিন বালদোনি। সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মাইকি অভিনীত অস্কারজয়ী ‘আনোরা’ সিনেমাকে।

২০২৫ সালের মোস্ট সার্চড অভিনয়শিল্পী (গ্লোবাল)
মাইকি ম্যাডিসন
লুইস পুলম্যান
ইসাবেলা মার্সেদ
সং জি উ
ক্যাটলিন ডেভার
চার্লি হনাম
বেলা র‍্যামসি
গ্যাভিন কাসালেনিও
এমা মায়ার্স
ওয়ালটন গগিন্স

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন: নাহিদ ইসলাম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ