spot_img

বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার

অবশ্যই পরুন

দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।

চলমার এই উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে রুশ রাষ্ট্রদূত বলেছেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’

রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না— এ-ও যোগ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেয়ার বিষয়ে সতর্ক করে আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে রুশ দূতাবাস। দেশটি আশা করছে, নির্ধারিত সময়েই হবে ভোট। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে প্রত্যাশা আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, রাশিয়া এ বিষয়ে ইসির সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

সর্বশেষ সংবাদ

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ