spot_img

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত

অবশ্যই পরুন

রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে দেশটির জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলা হয়, গাড়িবোমা বিস্ফোরণে গুরুতরভাবে আহত হন জেনারেল সারভারভ এবং পরে তিনি মারা যান। তদন্ত কমিটি জানায়, ২২ ডিসেম্বর সকালে মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটে একটি গাড়ির নিচে স্থাপিত বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে এবং ইতোমধ্যে মস্কোতে একটি ফৌজদারি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা হত্যাকাণ্ডের পেছনে বিভিন্ন সম্ভাব্য কারণ অনুসন্ধান করছেন। তাদের ধারণা, এ হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা থাকতে পারে।

এ বিষয়ে এখনো ইউক্রেন কোনো মন্তব্য করেনি। ঘটনাটি ঘিরে রাশিয়ার নিরাপত্তা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং হামলাকারীদের সন্ধানে জোরদার করা হয়েছে তদন্ত তৎপরতা।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ