spot_img

ক্যারিবিয় অঞ্চলে তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড

অবশ্যই পরুন

ক্যারিবিয় অঞ্চলে আরও একটি তেল ট্যাংকার জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় আটক করা হয়েছে নৌযানটি। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে এই নিয়ে ভেনেজুয়েলার সাথে সম্পৃক্ত তিনটি জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাশনের দাবি, আসল নাম আড়াল করে এবং অবরোধ উপেক্ষা করে চলাচল করছিল জাহাজটি। এর আগে, শনিবার (২০ ডিসেম্বর) পানামার পতাকাবাহী আরেকটি নৌযান জব্দ করেছিল মার্কিন বাহিনী।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতার গুরুতর উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে। পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওয়ানা দেয়া জাহাজটি আটক করে মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অনুমতি নিয়েই জাহাজের ভেতরে ঢুকে তল্লাশি চালায় সেনারা। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ৩য় বার ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে তেল ট্যাঙ্কার জব্দ করলো যুক্তরাষ্ট্র।

কারাকাসের দাবি, তাদের তেল সম্পদের দিকেই নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক চোরাচালানের অভিযোগ তুলে গত কয়েক মাসে ভেনেজুয়েলার একের পর এক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মার্কিন হামলায় নিহত হয়েছে প্রায় ১শ’ জন।

সর্বশেষ সংবাদ

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, বাংলাদেশের অবস্থান কত?

ফিফা তাদের বছরের শেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সোমবার (২২ ডিসেম্বর)। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এদিকে, বাংলাদেশ তাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ