বুন্দেসলিগায় হাইডেনহামকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে গোল পেয়েছেন স্টানিসিক, ওলিসে, ডিয়াজ ও ক্যারি কেইন।
রোববার (২১ ডিসেম্বর) নিজেদের মাঠ ভয়েথ অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় হাইডেনহাম।
ম্যাচের ১৫তম মিনিটে জসিপ স্টানিসিকের পায়ে লিড নেয় বায়ার্ন। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাভারিয়ানরা।
বিরতির পর ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালায় স্বাগতিকরা। তবে বায়ার্নের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল আজালে জড়াতে ব্যর্থ হয় হাইডেনহাম ফরোয়ার্ডরা। উল্টো ৮৬তম মিনিটে লুইস ডিয়াজের গোলে স্কোরলাইন হয় ৩-০।
শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ে হ্যারি কেইন গোল পেলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগার শীর্ষে থাকা ক্লাবটি।
১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ডর্টমুন্ড।

