আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ইন্টারনেট সেবা আরও সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি মানুষের সমর্থনে সরকার গঠনে সক্ষম হলে, আমরা ইন্টারনেট সেবা আরও সহজ করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। এই ইন্টারনেট কানেকশনের সাথে, ইন্টারনেট সুবিধার মাধ্যমে তরুণ প্রজন্মের অনেকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আবার আমাদের দেশকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে।
দেশে লাখো মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশের কৃষকরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছে। অনেক সময়েই তারা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। সামনে আমাদের অনেক কাজ, যোগ করেন তিনি।
শহীদ ওসমান হাদিকে নিয়ে এসময় তিনি বলেন, এই মানুষটিও গণতন্ত্রের পথেই ছিলেন। আগামী নির্বাচনের প্রার্থী ছিলেন, ঢাকা-৮ আসনের। এটি প্রমাণ করে, শহীদ ওসমান হাদি নিজেও ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। যে কারণে নিজেও প্রার্থী ছিলেন।
বক্তব্যের শেষে তারেক রহমান আরও বলেন, শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই শহীদ-যোদ্ধাদের প্রতি যদি শ্রদ্ধা রাখতে হয়, একাত্তরের শহীদ-মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মতি রাখতে হয়—তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য যেভাবেই হোক শান্তি প্রতিষ্ঠা করা। দেশের জন্য কাজ করা এবং সামনে নিয়ে যাওয়া।

