spot_img

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

অবশ্যই পরুন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। দল থেকে বাদ পড়েছেন টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিল। দলে ফিরেছেন আরেক টপ অর্ডার ব্যাটার ইশান কিষাণ।

২০২৩ সালের আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভারত কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি। ফলে ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করতে গিয়ে একাধিক তারকা ক্রিকেটার বাদ পড়বেন, সেটাই ছিল স্বাভাবিক। তবে গিলের বাদ পড়াটা বেশ বড় খবরই।

বিশ্বকাপের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। এই সিরিজই বিশ্বকাপের আগে ভারতের শেষ প্রস্তুতি মঞ্চ, যেখানে কোচ গৌতম গম্ভীর তার টিম কম্বিনেশন নিয়ে শেষবারের মতো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ স্কোয়াড

সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

সর্বশেষ সংবাদ

তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ