কম্বোডিয়ার সাথে সংঘাতের জেরে, সীমান্তবর্তী এলাকায় এক হাজারেরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতেই নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত। শুক্রবার, কম্বোডিয়া সীমান্তঘেঁষা সাতটি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয় থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ হয়ে যায় মোট ১ হাজার ৬০টি স্কুল।
নতুন সংঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুরিরাম প্রদেশ। সেখানে বন্ধ শতাধিক স্কুল। প্রাণ বাঁচাতে স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাই হয়েছে শিশু ও কিশোর’সহ বাস্তুচ্যুত বাসিন্দাদের। যৌথ শান্তিচুক্তির দুই মাস পার না হতেই গেল ৭ ডিসেম্বর আবারও সীমান্ত সংঘর্ষে জড়ায় ব্যাংকক ও নমপেন।

