spot_img

নির্বাচনকে কেন্দ্র করে ভারতের ‘নসিহত’ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান ও মন্তব্যকে ‘অযাচিত নসিহত’ বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের কোনো প্রতিবেশীর উপদেশের প্রয়োজন নেই।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করেন।

তৌহিদ হোসেন বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো প্রহসন হওয়া সত্ত্বেও ভারত কোনো শব্দ করেনি। অথচ এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে। এটি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে সংবাদমাধ্যমে যে বক্তব্য দিচ্ছেন, তাতে যথেষ্ট উসকানি রয়েছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশ অবশ্যই তাতে আপত্তি জানাবে। তিনি আরও যোগ করেন, “আমরা তাকে (শেখ হাসিনা) ফেরত চাইবই, কিন্তু ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না এবং তার বক্তব্য বন্ধ করার কোনো উদ্যোগও নিচ্ছে না।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্তব্যের জবাবে তৌহিদ হোসেন বলেন, ভারত সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের মানুষের ত্যাগ ও ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, যা মোটেই কাম্য নয়।

অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক একটি মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো প্রকার সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিগত মন্তব্য করতে পারেন, কিন্তু বাংলাদেশ সরকার কখনোই অন্য দেশের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে না।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ