spot_img

দুই মামলায় মির্জা আব্বাস, এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি

অবশ্যই পরুন

রাজধানীর শাজাহানপুর ও পল্টন থানার সহিংসতার দুই মামলা থেকে মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ ৪৯ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতির এ আদেশ দেন। এর মধ্যে, পল্টন থানার মামলা থেকে ২৬ জন ও শাজাহানপুরে থানার মামলা থেকে ২৩ জন রয়েছেন।

অব্যাহতি পাওয়ার পরে মির্জা আব্বাস বলেন, ভুয়া মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে। কোর্টে আসতে যেতে অর্থ ও সময়ের অপচয় হয়েছে।

এসময় আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আদালত মামলার সবকিছু দেখে-শুনে ন্যায় বিচারেরর স্বার্থে সবাইকে খালাস দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ নিয়োগ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ