spot_img

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার কারণেই অস্ট্রেলিয়ায় সহিংসতা বেড়েছে: নেতানিয়াহু

অবশ্যই পরুন

সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এ ঘটনার পর থেকেই আলোচনায় ইহুদ্বিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরইমধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে ২ মুসলিমের নাম। ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিন মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলাম। সেখানে বলেছিলাম অস্ট্রেলিয়া সরকার যে নীতিতে চলছে তা ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছে। আপনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন, এর অর্থই হলো আপনি হামাসকে সহায়তা করছেন।

এ সময় ফিলিস্তিন এবং হামাসকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন সমূলে এর উৎপাটন না করা হলে সন্ত্রাসবাদ বন্ধ হবে না।

উল্লেখ্য, গেল ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ