পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এবং নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ৫৪ বছর পরেও যদি একটি গণঅভ্যুত্থান প্রয়োজন হয়, তার মানে হচ্ছে একাত্তরের যেই স্বপ্ন, বিশ্বাস ও প্রত্যাশা আমাদের ছিল-রাষ্ট্র তা পূরণ করতে পারেনি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আশা প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি শক্ত ভিত্তি স্থাপন হবে, যা ভবিষ্যতে গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সহায়ক হবে।
নির্বাচনী নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্বাভাবিকভাবে যে পরিমাণ নিরাপত্তা প্রস্তুতি প্রয়োজন, তার সবটুকুই সরকারের রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বাভাবিক প্রস্তুতির চেয়েও অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে। কারণ প্রতিপক্ষ আগের চেয়ে বেশি সংগঠিত এবং পেছন থেকে আঘাত করছে। এ ধরনের আঘাত মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আগামী ১২ তারিখের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যেন ভোট দিতে পারে। তবে এই প্রক্রিয়া ব্যাহত করার জন্য একটি শক্তি সক্রিয় রয়েছে, যাদের প্রতিহত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

