spot_img

সাদিক কায়েমদের দাবিগুলো যৌক্তিক, পূরণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে।

এ ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিভিন্ন দাবি উত্থাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সাদিক কায়েমসহ প্রতিনিধি দল যেসব দাবি করেছে, সেগুলো যৌক্তিক। তাদের দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওসমান হাদি ভাই বর্তমানে অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা দেশে আছে নাকি পালিয়ে গেছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ সংবাদ

১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফি আবারও বাংলাদেশে আসছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত বিশেষ ট্রফি ট্যুরের অংশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ