spot_img

কোথায় যেন হারিয়ে গেছে সংস্কারের উদ্দীপনা: দেবপ্রিয় ভট্টাচার্য

অবশ্যই পরুন

সংস্কারের উদ্দীপনা কোথায় যেন হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এর জন্য কেউ কেউ আমলাদের দায়ী করেন, কেউ আবার দোষ দিচ্ছেন রাজনীতিবিদদের।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও ঝুঁকির মুখে পড়েছেন। গত সরকারের, সংস্কারবিরোধী শক্তিকে প্রতিরোধের চেষ্টা হয়েছে, এখনও চলছে।

তার অভিযোগ, তথ্য-উপাত্তের ধারাবাহিক স্বচ্ছতা রক্ষা করা হচ্ছে না। সরকারের সার্বিক কার্যক্রমের সমন্বয় নেই, ন্যূনতম রাজনৈতিক দর্শনের তীব্র অভাব রয়েছে। অংশীজনদের সবাইকে সাথে নেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে নয়াদিল্লির বিবৃতি

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ