spot_img

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের গুলিবর্ষণ, ফিলিস্তিনি কিশোর নিহত

অবশ্যই পরুন

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে স্থানীয় একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রায় প্রতিদিনই তা লঙ্ঘন করছে ইসরায়েল এবং সংঘাত বিরতির মধ্যেই চালানো এসব হামলায় ইতোমধ্যে শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আর এসব হামলা ও প্রাণহানি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত কিশোরের নাম মোহাম্মদ সাবরি আল-আধাম (১৮)। চিকিৎসা সূত্র জানায়, জাবালিয়া শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতির আওতায় উত্তর গাজায় যে সীমারেখা নির্ধারণ করা হয়েছে, তার ভেতরে অবস্থানরত ইসরায়েলি সেনারা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে গুলিবর্ষণ করে এবং এতে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে আলাদা ঘটনায় দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালানো হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনী গাজার কয়েকটি এলাকায় বিমান হামলা ও ভারী কামান থেকে গোলাবর্ষণ করেছে। একইসঙ্গে আবাসিক ভবনের অবশিষ্ট অংশ ভেঙে ফেলার কাজও চালানো হয় বলে স্থানীয়রা জানান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৮৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আর ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭০ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এসব হামলা পুরোপুরি বন্ধ হয়নি।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ