এশিয়ার পরাশক্তি খ্যাত রাষ্ট্র চীন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের উদ্দেশে যাত্রারত একটি জাহাজে বিশেষ অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্স। ভারত মহাসাগরে এ অভিযান পরিচালিত হয়।
মার্কিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাদের বরাতে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই জাহাজে প্রচলিত সমরাস্ত্র তৈরিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণের চালান ছিল। অভিযানের সময় মার্কিন বাহিনী পুরো চালানটি ধ্বংস করে দেয়।
চালান ধ্বংসের পর জাহাজটিকে গন্তব্যের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে স্পেশাল অপারেশন ফোর্সের সদস্যরা কয়েক ঘণ্টা জাহাজটিতে অবস্থান করেন। পরবর্তীকালে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি পৌঁছালে মার্কিন সেনারা সেটি ত্যাগ করে নিজেদের যুদ্ধজাহাজে ফিরে যান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চীন ও ইরানের সঙ্গে যোগাযোগ করা হলেও দুই দেশের কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, ইরান ইন্টারন্যাশনাল, টিআরটি ওয়ার্ল্ড, দ্য টেলিগ্রাফ

