spot_img

একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি: সালাহউদ্দিন

অবশ্যই পরুন

একাত্তরকে দলীয়করণ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘বাংলাদেশ যেখানে আছে সেখান থেকে আবারও দাঁড় করাতে হবে। টেনে তুলতে হবে। যাদের ইতিহাস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে; তাদের কথাও আমাদের বলতে হবে। যারা ইনিয়ে বিনিয়ে বলছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমরা মাঝে মাঝে জিঙ্গেস করি, মুক্তিযুদ্ধাটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্রবন্ধুরা ভালোমতো বলতে পারবেন। জনগণের সাথে কিছুদিন পরে হয়তো বলবে, তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করি নাই। এ রকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন।’

তিনি বলেন, ‘এখন জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। তারপরও মাঠে ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কি করতে চাই সেটা জনগণের সামনে পরিষ্কার করা। আমরা তাদের বলবো, এই আপনার স্বাস্থ্য, এই আপনার সন্তানের শিক্ষা, এই কৃষি উৎপাদনের উপকরণের পাওয়ার নিশ্চিয়ত, কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাওয়া। এই আপনার জন্য স্বাস্থ্যকার্ড, এই কৃষিকার্ড, এই সার্বিক সার্বিক অর্থনৈতিক মুক্তির সনদ।

সর্বশেষ সংবাদ

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

এই বিভাগের অন্যান্য সংবাদ