spot_img

বিতর্কিত মন্তব্যের পর ভারতীয় স্ত্রীকে নিয়ে তোপের মুখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিবাসন আমেরিকান ড্রিম চুরির নামান্তর।’ তার দাবি, অভিবাসীরা মার্কিন শ্রমিকদের সুযোগ কেড়ে নিচ্ছে। এই মতের বিরুদ্ধে যারা প্রমাণ উপস্থাপনা করেন, তারা অভিবাসনের মাধ্যমে লাভবান হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। খবর এনডিটিভির।

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন ভ্যান্স। প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেটিজেনরা তার পরিবারকে-ই উদাহরণ হিসেবে তুলে ধরেন। ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় অভিবাসী দম্পতির যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কন্যা। তাদের তিন সন্তান, যার মধ্যে দুই ছেলে ইওয়ান ও বিবেক এবং কন্যা মিরাবেল।

অভিবাসীদের নিয়ে করা ভ্যান্সের মন্তব্যের প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, ‘আপনার স্ত্রী তো ভারতীয় অভিবাসী পরিবারের মেয়ে, এটাই কি সত্য নয়?’
আরেকজনের ভাষ্য, ‘তাহলে আপনাকে উষা, তার ভারতীয় পরিবার এবং আপনার মিশ্র-জাতিগত সন্তানদের ভারতে ফিরিয়ে দিতে হবে। প্লেনের টিকিট কেনার খবর জানাবেন। আপনাকেই উদাহরণ সৃষ্টি করতে হবে।’

অপর এক নেটিজেনের মন্তব্য, ‘আপনার স্ত্রী ও সন্তানরা কি তাহলে আমেরিকান ড্রিম চুরি করছে?’

আরেকজন লিখেছেন, ‘(প্রেসিডেন্ট হিসেবে) রিপাবলিকান মনোনয়ন পাওয়ার জন্য নিজের স্ত্রী, তার পরিবার এবং সন্তানদের বিপদে ফেলবেন না।’

এই বিতর্কের আগে আরেকটি মন্তব্য নিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। সেখানে ভ্যান্স বলেছিলেন, আমেরিকানদের পক্ষে ‘নিজেদের মতো জাতি, ভাষা বা ত্বকের রঙের প্রতিবেশী পছন্দ করা সম্পূর্ণ যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য।’

তিনি দ্য নিউ ইয়র্ক পোস্ট-এর এক পডকাস্টে বলেন, ‘আমেরিকান নাগরিকরা ভাবতেই পারেন যে আমি তাদের পাশেই থাকতে চাই, যাদের সঙ্গে আমার কিছু মিল আছে। এতে দোষের কিছু নেই।’

সর্বশেষ সংবাদ

আসছে ‘থ্রি ইডিয়টস-২’, ফের একসঙ্গে দেখা যাবে আমির-কারিনাকে

বলিউডে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ শুধু একটা সিনেমা ছিল না—বরং একটি প্রজন্মের কাছে হয়ে উঠেছিল বিশ্বাস, স্বপ্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ