প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠকে তফসিল এবং নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।
সোমবার (০৮ ডিসেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সিইসির সঙ্গে আলোচনা নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। আমরা ইসির কাছে তফসিলের সময়সূচী জানতে চেয়েছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে ইসি, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি কতটুকু সে বিষয়েও প্রশ্ন ছিল।
তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র নিয়ে যারা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে গ্রেফতারের বিষয়ে কমিশনের পদক্ষেপ কী, প্রবাসী ভোটারদের ভোটদানে রেজিস্ট্রেশনকে আরও সহজীকরণ কীভাবে করা যায় তা নিয়ে ইসির কাছে আহ্বান জানানো হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার। ইসি আশ্বস্ত করেছে এই সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। রমজানের আগেই হবে ভোট। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তফসিলের আগেই এ বিষয় নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণকারী কর্মকর্তা বাছাইয়ে নিরপেক্ষতা রাখবে বলে কমিশন আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জামায়াতকে ইসি আশ্বস্ত করেছে।

