spot_img

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীতে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে হাইকমিশনারের সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৪-এর গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

ভাতৃপ্রতীম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বৈঠকে জামায়াত আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন্দুকের গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। তারা...

এই বিভাগের অন্যান্য সংবাদ