spot_img

অবৈধ অ্যাকশনে বল করা নিয়ে মুখ খুললেন সাকিব, ‘ইচ্ছে করেই করেছিলাম’

অবশ্যই পরুন

‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে গতকাল রোববার (৭ ডিসেম্বর) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি জানান, দেশের হয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়ার ইচ্ছা তার রয়েছে।

যদিও ২০২৪ সালে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় কিছুদিন বোলিং করতে পারেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। পডকাস্টে সাকিব জানিয়েছেন, কিছুটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ত্রুটিযুক্ত বোলিং অ্যাকশন করেছিলেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একমাত্র চারদিনের ম্যাচে খেলতে নামেন সাকিব। সে সময় আম্পায়াররা তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীকালে লফবরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হলে সেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাকে সব ধরনের প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে।

পডকাস্টে সাকিব বলেন, ‘আমি এটা কিছুটা ইচ্ছে করেই করেছিলাম, কারণ ওই ম্যাচে ৭০ ওভারের বেশি বোলিং করেছি। আমার ক্যারিয়ারে কোনো টেস্ট ম্যাচেও ৭০ ওভার বল করিনি। সারের হয়ে টনটনে সমারসেটের বিরুদ্ধে চারদিনের ম্যাচ খেলছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানে পরপর দুটি টেস্ট খেলেছি। সিরিজটা জিতেই সেই চারদিনের ম্যাচ খেলতে যাই। আম্পায়ার অন্তত আমাকে সেসময় সতর্ক করতে পারতেন, ভেবেছিলাম করবেন। নিয়ম আছে সেটার, তাদের অধিকারও ছিল। আমিও আর অভিযোগ করিনি।’

সাকিব জানান, ‘আমি পরীক্ষা দিতে গেলাম, ফেল করলাম। পরে নিজের পরীক্ষা দেখলাম। বুঝলাম কী কী সমস্যা হচ্ছে। এরপর দুই সপ্তাহ অনুশীলন করি, আবার সারেতে ফিরে যাই। তারা আমাকে সাহায্য করেছিল। দুটি সেশন করেই দেখি সব ঠিক হয়ে গেছে। মনে হল এটা তো খুব সহজ।’

এছাড়াও সাকিব পডকাস্টে জানিয়েছেন, দেশের মানুষের জন্য তিনি এখনো রাজনীতি করতে চান। ২০২৪ সালের পর যে রাজনীতির কারণে তিনি এখন পর্যন্ত বাংলাদেশে ফিরে যেতে পারেননি, সেই রাজনীতি তিনি চালিয়ে যেতে চান।

সর্বশেষ সংবাদ

কিউবায় সাবেক অর্থমন্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিলকে। সোমবার (৮ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন...

এই বিভাগের অন্যান্য সংবাদ