spot_img

এবার অক্ষয়–সাইফের সঙ্গে যিশুকে দেখা যাবে

অবশ্যই পরুন

২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক নির্মিত হিন্দি ছবি ‘হাইওয়ান’, যা মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’র অফিসিয়াল রিমেক। এই ছবিতে যিশু অভিনয় করছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁর সহ-অভিনেতা হিসেবে রয়েছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান।

ছবিটি থ্রিলার–রহস্যে ভরপুর। যিশুর চরিত্রটি কী—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে যিশু অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলো’-তেও অভিনয় করেছেন। সম্প্রতি তিনি ঐতিহাসিক ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এ ‘নিত্যানন্দ’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

মূল মালয়ালম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন মোহনলাল। হিন্দি রিমেকে ১৭ বছর পর আবার পর্দা ভাগ করছেন অক্ষয় ও সাইফ—যারা এর আগে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ‘তাশান’–এর মতো হিট ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে, নতুন ছবিতে অক্ষয় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে।

ছবির ঘোষণা হয়েছিল ২০২৪ সালে; শুটিং শুরু হয় চলতি বছরের আগস্টে এবং বেশির ভাগ অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। যিশুর শুটিং সম্পন্ন হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তবে সব মিলিয়ে ২০২৬ সালেই বলিউডে শক্তিশালী রিটার্ন করতে চলেছেন যিশু সেনগুপ্ত।

সূত্র : আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন করা নিয়ে নতুন কোন আইন হয়নি: আসিফ নজরুল

নিজের ব্যবহার করা মোবাইলের পাশাপাশি, বিদেশ থেকে আরও দুইটি নতুন ফোন আনার অনুমতি সরকার প্রবাসীদের দিয়েছে বলে জানিয়েছেন আইন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ