spot_img

মেসির হাত ধরে মায়ামির প্রথম এমএলএস কাপ জয়

অবশ্যই পরুন

ক্যারিয়ারের ৪৮তম শিরোপা জিতলেন লিওনেল মেসি। একই সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেল ইন্টার মায়ামি।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভারকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।

ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক হয়ে ওঠেন লিওনেল মেসি। পাশাপাশি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটসকে স্মরণীয় বিদায় উপহার দিতে সফল হন তিনি।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের দারুণ আক্রমণ গড়ার পর তাদেও আলেন্দের ক্রস ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে জালে ঢুকে যায়। ৬০ মিনিটে আলী আহমেদের জোরালো শটে সমতায় ফেরে ভ্যাঙ্কুভার। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৭১তম মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কাড়েন মেসি এবং নিখুঁত পাসে রদ্রিগো ডি পলকে দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান। অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির জাদু—একটি দুর্দান্ত থ্রু-পাসে আলেন্দেকে সুযোগ করে দেন। নিচু শটে বল জালে পাঠিয়ে আলেন্দে নিশ্চিত করেন মায়ামির জয়। এটি ছিল অডি এমএলএস কাপে তার রেকর্ড নবম গোল।

এই ম্যাচটিই ছিল স্প্যানিশ তারকা সার্জিও বুস্কেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ। বার্সেলোনার কিংবদন্তি এই মিডফিল্ডার শিরোপা হাতে তার সোনালি অধ্যায়ের সমাপ্তি টানলেন। ৩০ বছরের এমএলএস ইতিহাসে ১৬তম ক্লাব হিসেবে এমএলএস কাপ জয়ের কীর্তি গড়ল ইন্টার মায়ামি। এটি ক্লাবটির দ্বিতীয় বড় শিরোপা। এর আগে ২০২৪ মৌসুমে তারা জিতেছিল এমএলএস সাপোর্টার্স শিল্ড।

সর্বশেষ সংবাদ

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিলো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী জানুয়ারিতে ঢাকায় আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল কাঙ্ক্ষিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ