spot_img

গ্রিভস-রোচ বীরত্বে উইন্ডিজের অবিশ্বাস্য ড্র

অবশ্যই পরুন

ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও নতুন কীর্তি গড়তে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের পর সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন জাস্টিন গ্রিভস।

আগের দিনের ৪ উইকেটে ২১২ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং শুরু করেন ১১৬ রানে অপরাজিত থাকা শাই হোপ আর ৫৫ করা জাস্টিন গ্রিভস। ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি হাকিয়ে ১৪০ রান করে হোপ যখন আউট হন তখন ২৬৮ রানে পঞ্চম উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

এরপর লাইম লাইট কেড়ে নেন গ্রিভস। ২২৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নিয়ে লড়াইটা জমিয়ে তোলেন এই অলরাউন্ডার। তাকে দারুন সঙ্গ দেন পেসার কেমার রোচ। ফিফটি তুলে নেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটারও। তবে শেষ পর্যন্ত গ্রিভস ২০২ আর রোচ অপরাজিত থেকেন ৫৮ রানে, ম্যাচ নিষ্পত্তি হয় ড্র’য়ে।

এর আগে, প্রথম ইনিংস ২৩১ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রান করে ইনিংস ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। অপরদিকে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

আগামী বুধবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

সর্বশেষ সংবাদ

শেষ বলের থ্রিলারে নোয়াখালীকে হারাল সিলেট

ইনিংসের শেষ ৩ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ২৪ রান। ১৮তম ওভার করতে এসে ৫ রান দিয়ে হ্যাটট্রিকসহ...

এই বিভাগের অন্যান্য সংবাদ