spot_img

ইউক্রেনের লক্ষ্যবস্তুতে চেচনিয়ার রাজধানী, প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা কাদিরভের

অবশ্যই পরুন

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রেক্ষিতে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) তাসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, ‘আগামীকাল শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে।’

কাদিরভ আরও বলেন, ‘গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।’

এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির ‘গ্রোজনি সিটি’ কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

‘এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের ওপর’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ডাক্তারদের সিদ্ধান্তের...

এই বিভাগের অন্যান্য সংবাদ