spot_img

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলার ঘোষণা মৌ খানের, পরে পোস্ট ডিলিট

অবশ্যই পরুন

অভিনয়জগত থেকে বিদায় নেয়ার ইঙ্গিত দিলেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান।  শুক্রবার (০৫ ডিসেম্বর) নিজের ফেসবুকে আইডিতে দেয়া একটি স্ট্যাটাসে এই ইঙ্গিত দিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেয়া এই নায়িকার এমন  ইঙ্গিতে অবাক হয়েছেন ভক্তরা।

ফেসবুকে মৌ খান লিখেছেন, ‘আমার এই দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের অসীম ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। আপনাদের কারণেই আজকের মৌ খান হয়েছি আমি—এর জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।’

তিনি লিখেছেন, ‘তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে জানাতে চাই যে, আমি আর আমার অভিনয় ক্যারিয়ারটি চালিয়ে যেতে চাই না। এটি সম্পূর্ণভাবেই আমার নিজস্ব ও ভেবে-চিন্তে নেয়া সিদ্ধান্ত। জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।’

ফেসবুকে মৌ খানের দেয়া সেই স্ট্যাটাস

ফেসবুকে মৌ খানের দেয়া সেই স্ট্যাটাস

মৌ আরও লিখেছেন, ‘যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ—দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব । আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব। আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।’

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের লক্ষ্যবস্তুতে চেচনিয়ার রাজধানী, প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা কাদিরভের

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রেক্ষিতে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ