spot_img

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, শৈত্যপ্রবাহের আশঙ্কা

অবশ্যই পরুন

শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই জেলার জনজীবন শীত ও ঘন কুয়াশায় প্রায় স্থবির হয়ে পড়েছে। ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে তেঁতুলিয়ায়।

আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোরে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় রেকর্ড করা এই তাপমাত্রার সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে তোলে। ভোর থেকেই হিমেল হাওয়ায় হাত-পা জমে আসার মতো ঠান্ডা অনুভব করেন স্থানীয়রা।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী তিন দিন (বুধবার থেকে শুক্রবার) সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল।

গতকাল শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিন শেষে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল, আজ তা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা এত নিচে নেমে আসা ইঙ্গিত দিচ্ছে যে সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

সর্বশেষ সংবাদ

গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি: কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেয়ার নয় মাস পার হলেও একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ