spot_img

বেগম খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর)। শুক্রবার (৫ ডিসেম্বর) কাতার দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

কাতার দূতাবাস জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

যদিও এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানিটি জার্মানির, তবে এর ভাড়া থেকে শুরু করে সকল প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও খরচ বহন করছে কাতার সরকার। বিমানটির অবতরণের জন্য প্রয়োজনীয় অনুমতিসহ সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গতকাল কাতার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে যা চিকিৎসকদের সম্মতি পেলেই তা কাতার থেকে রওয়ানা হবে।

তবে পরে শুক্রবার সকালে কাতার দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান জানান, শনিবার বিকেল ৫ টায় কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং রোববার সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে ছেড়ে যাবে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রংপুরে বলেন, এয়ারক্রাফ্ট নিয়ে কিছু জটিলতার করণে আজ নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। এক আধ দিন দেরি হতে পারে।

সর্বশেষ জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার, যার সকল খরচ বহন করবে কাতার সরকার। তবে দিনক্ষণ খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ও দলীয় চিকিৎসকদের মতের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছে কাতার দূতাবাস।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, এটি শনিবার বিকেল ৫টায় পৌঁছাতে পারে।

খালেদা জিয়ার বিদেশ যাত্রার ঠিক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশ যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং হাসপাতালের মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তবে তিনি আগামী রোববার (৭ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: শিল্প উপদেষ্টা

ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ