spot_img

ভয়াবহ বন্যা-ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে ১৩শ’

অবশ্যই পরুন

ভয়াবহ বন্যা-ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩শ’। তিন দেশে নিখোঁজ হাজারের বেশি মানুষ। এরমধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা সাড়ে ৭শ’।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

এতে বলা হয়, সবচেয়ে দুর্যোগ কবলিত সুমাত্রা দ্বীপে ঠিক মতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ২০১৮ সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি।

অপরদিকে, শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধস জনিত কারণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ জনে। দেশটির প্রায় সাড়ে তিনশ’ বাসিন্দার এখনও কোনো হদিস মেলেনি। গুরুত্বপূর্ণ শহরগুলোতে নেই সুপেয় পানির ব্যবস্থা। বেশিরভাগ অঞ্চলই বিদ্যুৎ বিচ্ছিন্ন।

এছাড়া, দুর্যোগে থাইল্যান্ডে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। দেশটির প্রায় ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়।

সর্বশেষ সংবাদ

ভারতীয় পেসারকে আইসিসির শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। কিন্তু এর মধ্যেই স্বাগতিক শিবিরে শাস্তির ধাক্কা! প্রথম ওয়ানডে ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ