হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। এখনও নিখোঁজ কমপক্ষে ৪০ জন। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।
তদন্তের বিস্তারিত প্রকাশ করেছে হংকং কর্তৃপক্ষ। জানিয়েছে, নিম্নমানের সংস্কারসামগ্রীই ভয়াবহ আগুনকে আরও ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়াং ফুক কোর্ট এস্টেটের সাতটি টাওয়ারে এখনও চলছে পুলিশি তল্লাশি। সিঁড়িঘর ও ছাদে পাওয়া গেছে অনেকের মরদেহ।
ধারণা করা হচ্ছে—আগুন থেকে বাঁচতেই সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। নিরাপত্তা বাহিনী জানায়, পুড়ে একেবারে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি মরদেহ। তাই সকল নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া নাও যেতে পারে বলে শঙ্কা তাদের।
এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় জনগণ সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। সোমবার পর্যন্ত দানের পরিমাণ দাঁড়িয়েছে ৯০০ মিলিয়ন হংকং ডলার (প্রায় ১১৫ মিলিয়ন মার্কিন ডলার)।
ঘটনার সময় তাই পো অঞ্চলের এই কমপ্লেক্সে প্রায় ৪,৬০০ মানুষ বসবাস করতেন। হংকং পুলিশের ডিজাস্টার ভিকটিম আইডেন্টিফিকেশন ইউনিট পাঁচটি ভবনে অনুসন্ধান চালালেও বাকি দুটিতে এখনো আংশিক অগ্রগতি হয়েছে বলে জানান পুলিশের ক্যাজুয়ালটি ইনকোয়ারি ইউনিটের প্রধান টসাং শুক-ইন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মূল ভবনসহ অন্যান্য ব্লকের নিরাপত্তা মূল্যায়ন চলছে।

