spot_img

নরসিংদীতে ইউনিয়ন যুবলীগ নেতার ৮ কোটি টাকার সম্পদ জব্দ

অবশ্যই পরুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে, নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নের দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেয়া হয়। অভিযুক্ত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এর আগে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর (নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক দেলোয়ারের অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় তার স্থাবর সম্পদ ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেন আদালত।

অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমিদখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেন তিনি।

অভিযানে দুদকের কর্মকর্তার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস।

সর্বশেষ সংবাদ

‘ইসরায়েল না মানলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ’

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। রোববার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ