spot_img

তেলআবিবে নেতানিয়াহুকে ক্ষমা না দেয়ার দাবিতে বিক্ষোভ

অবশ্যই পরুন

চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রধানমন্ত্রীর এমন ক্ষমা প্রার্থনা ভাবেভাবে নেননি দেশটির জনগণ।

রোববার (৩০ নভেম্বর) রাজধানী তেলআবিবে জড় হয় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাড়ির বাইরে নেতানিয়াহুকে ক্ষমা না করার স্লোগান দিতে থাকেন তারা।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী নেতানিয়াহু; দেশটির সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। গত পাঁচ বছর ধরে, তিনটি আলাদা দুর্নীতি মামলায় তিনি বিচারাধীন। যার মধ্যে রয়েছে ঘুষ নেয়া, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মতো গুরুতর অভিযোগ।

গতকাল রোববার (৩০ নভেম্বর) এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, মামলার পুরো প্রক্রিয়া মোকাবেলায় প্রস্তুত ছিলেন তিনি। তবে জাতীয় স্বার্থে বদল করেছেন সিদ্ধান্ত।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন হারজগ। পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।

সর্বশেষ সংবাদ

মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তুরস্কের ইতিহাস

তুরস্কের তৈরি কিজিলেলমা বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। রোববার (৩০ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ