লা লিগায় টানা তিনটি ম্যাচে ড্র করে শীর্ষস্থান হারাল রিয়াল মাদ্রিদ। রোববার (৩০ নভেম্বর) রাতে জিরোনার মাঠে শেষ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলার পর রিয়াল ১–১ গোলে ড্র করেছে। এর আগে, এলচের বিপক্ষে ২–২ এবং রায়ো ভায়েকানোদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল জাবি আলোনসোর দল।
রিয়াল এই ম্যাচে ৬০ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নিয়েও গোলের ক্ষেত্রে কার্যকর হতে পারেনি। জিরোনার হয়ে একমাত্র গোল করেন ওনাহি, আর রিয়ালের সমতা আনে কিলিয়ান এমবাপ্পে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে। চলতি মৌসুমে এমবাপ্পের পেনাল্টি গোলটি রিয়ালের মোট গোলের ৫৬ শতাংশ।
এদিকে পরশু রাতে বার্সেলোনা আলাভেজকে হারিয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে। জিরোনার বিরুদ্ধে জিতলে রিয়াল শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারত, কিন্তু ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
ম্যাচের পর এমবাপ্পে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘যে ফল চেয়েছি, তা পাইনি। তবে লিগ এখনও উন্মুক্ত, সময়ও বাকি। আমাদের খেলার ধারাটা বদলাতে হবে।’
রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, ‘মৌসুম এখনও দীর্ঘ। খেলোয়াড়দের প্রচেষ্টা ভালো ছিল, তবে ম্যাচের ফল পাল্টাতে যথেষ্ট ছিল না। ঐক্যবদ্ধ থেকে আমাদের এগিয়ে যেতে হবে।’
রিয়াল এখন ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে, সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল।

