পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুদৃঢ় করার সুযোগ ছিল আর্সেনালের সামনে। সুযোগটি আরও বড় হয় যখন ম্যাচের ৩৮ মিনিটেই চেলসি ১০ জনের দল হয়ে যায়। তবু শেষ পর্যন্ত ১০ জনের চেলসিকেও হারাতে পারল না মিকেল আর্তেতার দল। লন্ডন ডার্বি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়।
স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দলই। তবে ৩৮তম মিনিটে মোইজেস কাইসেদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপ আরও বাড়ে চেলসির ওপর। ১০ জনের দল হওয়া সত্ত্বেও ম্যাচের প্রথম গোলটি করে বসে স্বাগতিক চেলসি।
৪৮তম মিনিটে রিস জেমসের কর্নার থেকে উঠে আসা নিখুঁত হেডে গোল করেন ত্রেভোহ চালোবাহ। চেলসির এক গোলে এগিয়ে যাওয়ার পরই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। অবশেষে ৫৯তম মিনিটে স্কোরলাইন সমান করেন মিকেল মেরিনো। বুকায়ো সাকার দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন তিনি। কাইসেদোর ফাউলের শিকার হওয়া সেই মেরিনোই দলকে ফিরিয়ে আনেন ম্যাচে।
বাকি সময় আর্সেনাল গোলের জন্য আক্রমণ চালালেও জয়সূচক গোল আর পাওয়া হয়নি। ফলে শীর্ষে থাকলেও বাড়তি দুই পয়েন্ট হাতছাড়া করতে হলো গানারদের।
১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আর্সেনাল তালিকার শীর্ষে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি। চেলসি আছে তৃতীয় স্থানে ২৪ পয়েন্টে। অ্যাস্টন ভিলাও ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

