spot_img

আফ্রিদিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোহিতের

অবশ্যই পরুন

ওয়ানডে ক্রিকেটে নতুন মাইলফলক গড়লেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তিনি। রোহিত শর্মা আজ নিজের ছক্কার সংখ্যা আফ্রিদির ৩৫১ ছক্কা অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। এই অর্জনের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ‘সিক্স কিং’ হিসেবে শীর্ষস্থানে উঠে এলেন ভারতীয় ওপেনার।

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলার পথে ৩টি ছক্কা মেরেছেন রোহিত। তাতে রোহিতের ওয়ানডে ছক্কা হয়েছে ৩৫২টি। আফ্রিদির চেয়ে ১০০ ইনিংস কম খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন রোহিত।

যদিও আফ্রিদির চেয়ে অনেক বেশি বল খেলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ওয়ানডে রোহিত বল খেলেছেন ১২ হাজার ৩২১টি, সেখানে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল।

২০১০ সালে সনাৎ জয়াসুরিয়া ছক্কার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রোহিত শর্মা।

সর্বশেষ সংবাদ

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ. লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন

বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ