spot_img

ফোডেনের যোগ করা সময়ের গোলে ম্যানচেস্টার সিটির স্বস্তির জয়

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২৯ নভেম্বর) জমজমাট লড়াইয়ে লিডসকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

এদিন প্রথম মিনিটেই দলকে লিড এনে দেন ফোডেন। ২৫ মিনিটে আসে দ্বিতীয় গোল।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েও পড়েও সমতা ফিরিয়েছিল লিডস। তাতে করে অপ্রত্যাশিতভাবে তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা।

কিন্তু ম্যাচের প্রথম মিনিটে সিটির হয়ে গোল করা ফিল ফোডেনই শেষ মিনিটে পার্থক্য গড়ে দেন। স্কোর ৩-২ করেন তিনি। ম্যাচে যোগ করা ১০ মিনিটের সময় নিচু শটে জাল খুঁজে নেন ফোডেন। সিটির হয়ে ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেছিলেন গাভারদিওল।

গত সপ্তাহে নিউক্যাসল ও বায়ার লেভারকুসের কাছে টানা পরাজয়ের পর এই জয় সিটি শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীকে উড়িয়ে দিল চট্টগ্রাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই সমালোচিত দলের লড়াই। চট্টগ্রাম রয়্যালস, যাদের ফ্র্যাঞ্চাইজি মালিক টুর্নামেন্ট শুরুর একদিন আগে সরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ