spot_img

ক্ষমতায় থাকাকালে অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, প্রতিবারই অর্থনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সে সময় দেশের অর্থনীতি সবচেয়ে বেশি সচল ছিল।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–২০২৫’-এর অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে আমরা অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে সাধারণ মানুষ ভালো থাকে, কৃষকেরা লাভবান হয় এবং শ্রমিকেরা তাদের প্রাপ্য মজুরি পায়। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মাইক্রো অর্থনীতিকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন কেউ বলতে পারেনি যে আমরা অর্থনীতি ধ্বংস করেছি। বরং আমরা অর্থনীতিকে সচল রেখেছি। যারা গত ১৫ বছর ধরে লুটপাট, চুরি আর ব্যাংক ডাকাতি করেছে—তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।’

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, লুটপাটকারীদের কারণে বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৪ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কারখানা ও প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা এবং কর্মসংস্থান বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে জয়ী করলে গাইবান্ধায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গের কৃষির গুরুত্ব বিবেচনায় একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ