ধর্মীয় বিষয়ে যাদের সুনির্দিষ্ট জ্ঞান নেই, তাদের শরীয়ত কিংবা এ সম্পর্কিত ব্যাখ্যা বা মন্তব্যে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্ত্বরে আয়োজিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যাদের ধর্মের জ্ঞান নাই তারা শরীয়তের ব্যাখ্যা দিবেন না। এতে বিভ্রান্তি হতে পারে। ভিন্ন ব্যাখ্যায় ধর্মের অবমাননা হতে পারে।
তিনি আরও বলেন, সবার প্রতি আহ্বান থাকবে, কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। কেউ অপরাধ করলে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে।
এসময় নির্বাচন বাধাগ্রস্ত হয়, এমন কাযে সবাইকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা।

