যুক্তরাষ্ট্র ‘তৃতীয় বিশ্বের সকল দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছে—এমন ঘোষণাই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি বলেন, বর্তমান অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি, অর্থনীতি এবং সামগ্রিক জীবনমানে নেতিবাচক প্রভাব ফেলেছে।
দেশকে “সম্পূর্ণ পুনরুদ্ধারের” জন্য কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন বাইডেন সরকারের সময়ে অনুমোদিত ‘লাখ লাখ’ অভিবাসন অনুমতি বাতিল করবে।
এ ছাড়াও অভিবাসীদের প্রতি সব ধরনের সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, যারা ‘ঘরোয়া শান্তি বিনষ্টকারী’ নাগরিক হিসেবে পরিচিত, তাদের নাগরিকত্বও বাতিল করা হবে।
হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে বন্দুকধারীর হামলার পরদিনই আসে এই ঘোষণা। ট্রাম্প দাবি করেন, এই হামলা বাইডেন প্রশাসনের ‘ভুল ভেটিং প্রক্রিয়া’র পরিণতি।
থ্যাঙ্কসগিভিং ডের শুভেচ্ছা জানিয়ে তার পোস্টে ট্রাম্প আরও লেখেন, সবাইকে থ্যাঙ্কসগিভিং ডের শুভেচ্ছা। তবে যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে এবং আমেরিকার মূল্যবোধ ধ্বংস করে—তারা এখানে বেশিদিন থাকতে পারবে না।
সূত্র: রয়টার্স

