spot_img

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

অবশ্যই পরুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর দণ্ড বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধে তাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার (২৬ নভেম্বর) প্রকাশের পর আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রসিকিউশন এই সিদ্ধান্ত জানিয়েছে।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, “একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও একটি অভিযোগে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে।”

গত ১৭ নভেম্বর গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো রায়।

রায়ে তাদের বিরুদ্ধে আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়। একইসঙ্গে দুজনের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করে তা জুলাই আন্দোলনের ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ হিসেবে প্রদানের নির্দেশ দেন আদালত।

এই মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি।

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

এই বিভাগের অন্যান্য সংবাদ