spot_img

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ফরম্যাটে কে এগিয়ে?

অবশ্যই পরুন

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছেন তারা। এবার চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড। টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

টি-২০ ফরম্যাটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ৮ বার। এই লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশই। তারা জিতেছে ৫টি ম্যাচ। আইরিশরা জিতেছে ২ ম্যাচে। ফলাফল আসেনি বাকি এক ম্যাচে।

ঘরের মাঠে বাংলাদেশ জিতেছে ২টি ম্যাচ। আইরিশরা নিজেদের মাটিতে বাংলাদেশকে কখনো হারাতে পারেনি।

অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩ টি-২০। আয়ারল্যান্ড অ্যাওয়ে ম্যাচে পেয়েছে একটি জয়। নিরপেক্ষ ভেন্যুকে আয়ারল্যান্ড জিতেছে একটি ম্যাচ। বাংলাদেশ নিরপেক্ষ ভেন্যুতে জয় পায়নি।

বিজ্ঞাপন
শেষ তিন ম্যাচে বাংলাদেশ জিতেছে ২টি, আয়ারল্যান্ড জয় এক ম্যাচে। সবশেষ এই ফরম্যাটে দুই দলের দেখা হয়েছিল ৩১ মার্চ ২০২৩। চট্টগ্রামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড।

আজ সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আয়ারল্যান্ড।

সর্বশেষ সংবাদ

জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনে ডাক পাবে না দক্ষিণ আফ্রিকা। বুধবার (২৬ নভেম্বর) নিজের সামাজিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ