ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছে জর্ডান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি সতর্ক করে বলেছেন, ‘ইসরায়েলের এমন পদক্ষেপ শুধু সিরিয়া নয়, সমগ্র অঞ্চল ও ইউরোপ পর্যন্ত প্রভাব ফেলতে পারে।’
বার্লিন ফরেন পলিসি ফোরামে মঙ্গলবার বক্তব্য দিতে গিয়ে সাফাদি বলেন, ১৪ বছরের ধ্বংসযজ্ঞের পর সিরিয়ার নতুন সরকার দেশ পুনর্গঠনে মনোযোগ দিতে চাইলেও সেখানে ইসরায়েলের হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
তিনি বলেন, ‘সিরিয়ার নতুন সরকার জানিয়েছে—তারা কারও সঙ্গে সংঘাতে যেতে চায় না। তারা দেশ পুনর্গঠনে, নাগরিকদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতেই কাজ করতে চায়। কিন্তু ইসরায়েল কী করছে? তারা আরও বেশি সিরীয় ভূখণ্ড দখল করছে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপ করছে।’
সাফাদি সতর্ক করেন, সিরিয়াকে অস্থিতিশীল করা হলে জর্ডান ও ইউরোপসহ পুরো অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে সিরিয়ার সরকারকে সহায়তা করতে হবে, যাতে দেশটি বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে।
তিনি অভিবাসন সংকটের দিকেও ইঙ্গিত করে বলেন, ‘জর্ডানে প্রায় ১৩ লাখ সিরীয় শরণার্থী আছে। জার্মানিতেও সিরিয়া থেকে আসা বিপুলসংখ্যক মানুষ রয়েছে। তারা কেউই দেশে ফিরবে না, যদি না সিরিয়া নিরাপদ, স্থিতিশীল হয় এবং সেখানে নিজেদের জীবন পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়।’

