spot_img

আফগানিস্তানে হামলা নিয়ে মুখ খুলল পাকিস্তান, আইএসপিআরের বার্তা

অবশ্যই পরুন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তান কখনোই হঠাৎ বা ঘোষণা ছাড়া হামলা চালায় না এবং যখন সামরিক অভিযান পরিচালিত হয়, তা প্রকাশ্যভাবেই জানানো হয়।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা প্রধানের এই মন্তব্য আসে কয়েক ঘণ্টার মধ্যেই, যখন আফগান তালেবান অভিযোগ করে যে পাকিস্তান রাতে আফগানিস্তানে হামলা চালিয়েছে।

স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল চৌধুরী বলেন, পাকিস্তান যখনই কাউকে আক্রমণ করে, তা ঘোষণা করেই করে।

তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না।

জেনারেল চৌধুরী মন্তব্য করেন, পাকিস্তানের দৃষ্টিতে “ভালো বা খারাপ তালেবান বলে কোনো বিভাজন নেই।” আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের মধ্যেও “কোনো পার্থক্য” নেই।

জেনারেল চৌধুরী আরও বলেন, তালেবান সরকারকে “একটি রাষ্ট্র হিসেবে সিদ্ধান্ত নিতে হবে, অ-রাষ্ট্রীয় সত্তা হিসেবে নয়।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আফগানিস্তানের বর্তমান অন্তর্বর্তী সরকারব্যবস্থা আর কতদিন চলবে।

সূত্র: দ্য ডন

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ